নিষিদ্ধ জীবন



।। ১।।

শিশিরের দানা মাখা জঙ্গী যুবক
আচম্বিত দেখে ফেলে বুক খোলা নদী
পড়শিরা চোখ ঢাকে এই বুঝি কেলেঙ্কারি হয়
নষ্ট মুহূর্তগুলি এই ফাঁকে আরো নষ্ট হয় ।

।। ২ ।।

যতই সতর্ক থাকো ,
পুরোনো অভ্যাসবশে খুলে রাখো
ইশারার হাজারদুয়ার ...
লজ্জায় বিমূঢ় চোখ
ইশারায় ডুব দিয়ে বিনষ্ট আবার ।

।। ৩ ।।

তোমার নিষিদ্ধ জীবন আস্তিনে উঁকি মারে
ধরাশায়ী রাধিকার দল --
গুপ্ত উল্লাসে ঘাসবনে ঢেউ তোল
বাঁধ ভাঙে মেঘভাসি জল ।

।। ৪ ।।

দেহাতি হৃদয় ভেঙে কদাচিৎ গান জেগে ওঠে
খুচরো জীবনসূত্র খুঁজে পায় আন্তরিক স্বাদ--
দিন ভাঙে প্রতিদিনে নিশিথ স্নানের মতো
ভুল ভেবে তুমি গোন নিঝুম প্রমাদ ।

No comments:

যাঁকে ঘিরে আমার অস্তিত্ব ...

যাঁকে ঘিরে আমার অস্তিত্ব ...