
নদীর মলাট জুড়ে ভেসে থাকে মাঝি
না -- কোনো নৌকো নেই । নেই কোনো মাছ ধরা জাল ।
দাঁড় কিম্বা ভাঙা নৌকোর জলে ভাসা কাঠ--তাও নেই।
চারদিকে শুধু ছপছপ জল ... জল , শুধু জল আর জল ...
জলেভাসা মাঝি তুমি পাড়াগাঁ কতদূর জান ?
একা বসে ভাব বুঝি দূরগাঁর বধূটির কথা?
মালকোঁচা ধূতি পরে তাকে নিয়ে চলে যাও চড়ক মেলায়
মাঝিবউ কিনে নিক মাটির সরা আর লোহার কড়াই ।
এরপর ঘরে ফিরে গহীন নদীর বুকে খেয়া পারাপার --
বদর --বদর , ফিরে দাও ভাঙা চালাঘর আবার ।
No comments:
Post a Comment