
।। এক ।।
এক নদী কু্ল ভেঙে ছুঁয়ে যায় কিশোরীর মন
অগত্যা কিশোরীও কুল ভাঙে মনের তাগিদে
আপাত নিরীহ মধ্য যামিনী
আড়চোখে চেয়ে থাকে কদম্ব কাননে ।
।। দুই ।।
বেহায়া মোহনবাশিঁ ঘরের দাওয়ায়
গেরস্থালির তাকে এসে বসে--কথা বলে -- পোড়ায়
আলকাটা মেঠোপানি পাঁজড়ে ছলকে ওঠে
নীলসুখে পরাণ জুড়ায় ...
খেলাশেষে উজানে ভেসে চলে মন
বৃক্ষমূলে চোরাটান পথিক জীবন ।
2 comments:
চমৎকার ব্লগ সাজিয়েছেন।
ধন্যবাদ ।
Post a Comment