
স্মৃতি : ১
ভুল করে ঘুমন্ত নদীতে পা ঠেকাতেই
অলস ঢেউ জাগে বারোমাসি স্রোতে ।
স্মৃতি : ২
কিছু স্মৃতি শস্যভূমির মত
বিনাস্নানেও শরীরে জড়ানো থাকে কুমারী শুচিতা
আচম্বিত ধূপগন্ধে শুদ্ধি হয় তৃতীয় ভুবন
চেতনার পথ ধরে নেমে আসে আপন্ন দহন
স্মৃতি : ৩
অন্ধকারে তুমি এসে অবিমৃশ্য পাপ ধুয়ে গেলে
বুকের মেঝেতে গড়ায় শিশিরের দানা ...
নদী জানে এইসব গোপনীয় কথা
ভালোবাসা-বাসি শেষে --
থাকে শুধু পূজনীয় ব্যথা ।
স্মৃতি : ৩
অন্ধকারে তুমি এসে অবিমৃশ্য পাপ ধুয়ে গেলে
বুকের মেঝেতে গড়ায় শিশিরের দানা ...
নদী জানে এইসব গোপনীয় কথা
ভালোবাসা-বাসি শেষে --
থাকে শুধু পূজনীয় ব্যথা ।
No comments:
Post a Comment